নিউজ ডেস্ক: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনার তদন্তে নেমে র্যাব ঢাকায় একজনকে গ্রেপ্তার করেছে, যিনি ওই বাংলাদেশিদের পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তকারীদের ধারণা।
র্যাব-৩ এর উপ অধিনায়ক মেজর রাহাত হারুন খান সোমবার বলেন, রেববার রাতে রাজধানীর একটি এলাকা থেকে ৫৫ বছর বয়সী কামাল হোসেন ওরফে হাজী কামালকে তারা গ্রেপ্তার করেন।
“লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তদন্তে নেমে র্যাব মানবপাচারের বিষয়টিতে গুরুত্ব দেয়। তখন পাচারের সঙ্গে হাজী কামালের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে হয়ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় কামালের পাসপোর্টও জব্দ করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে র্যাব প্রকাশ করেনি।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করার কথা রয়েছে র্যাবের।
গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।