নিউজ ডেস্ক: সন্তানের বাবা হতে চলছেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। গতকাল রোববার ইনস্টাগ্রামে হবু স্ত্রী নাতাশা স্ট্যানকোভিকের বেবি বাম্পের সেই ছবি পোস্ট করে খবরটি নিজেই দিয়েছেন হার্দিক।
হবু স্ত্রী নাতাশা এবং নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, ‘নাতাশা ও আমি জীবনে একসঙ্গে খুব সুন্দর একটা জার্নির মধ্য দিয়ে চলেছি। এই যাত্রা আরো সুন্দর হতে চলেছে। আমরা দুজনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।’
নাতাশাও সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি দিয়েছেন, ‘হার্দিক ও আমি একসঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি এখন পর্যন্ত। আগামীতে আরো সুন্দরভাবে কাটাতে চাই। আমরা দুজনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।’
খবরটি দেওয়ার পরই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন হার্দিক ও নাতাশা।