চলন্ত ব্লেন্ডারে ঢুকে গেল আঙুল, এমার্জেন্সি অস্ত্রোপচারে সানিয়া মালহোত্রা

26

নিউজ ডেস্ক: ‘দঙ্গল’ অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে এমার্জেন্সি অস্ত্রোপচার করতে হল ৷ তার কনিষ্ঠ আঙুল ভেঙে যাওয়ায় সেটি অপারেশন করে ঠিক করাতে হয়েছে ৷

ঘটনাটি কিছুদিন আগের। সানিয়া নিজের বাড়িতে চাটনি করছিলেন। আর তা করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।

ব্লেন্ডারে কিছু একটা ব্লেন্ড করছিলেন তিনি ৷ এ সময় হঠাৎ করেই সেখান থেকে ঢাকনা খুলে যায় ৷ যখন তিনি ফের ঢাকনা লাগানোর চেষ্টা করছেন তখন হঠাৎ করেই তার আঙুল সেই ব্লেন্ডারের জারে ঢুকে যায় ৷

গলগল করে রক্ত বেরোতে শুরু করে ৷ সানিয়া বাড়িতে একা ছিলেন, অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় প্রায় অজ্ঞানের মতো হয়ে পড়েছিলেন তিনি ৷