মুম্বই পুলিশকে ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার দিলেন সালমান খান

14

নিউজ ডেস্ক: নিজের অভিনয়ের ক্যারিয়ারে একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সালমান। তাই পুলিশের প্রতি বরাবরই শ্রদ্ধা রয়েছে তার।

করোনাভাইরাসের বিপর্যয় রোধে এবার মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন বলিউডের ভাইজান সালমান খান। কোভিড-১৯ থেকে সুরক্ষায় মুম্বই পুলিশকে ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন তিনি।

রাহুল কনল নামে মুম্বাই পুলিশের এর সদস্য ট্যুইট করে জানিয়েছেন, মুম্বই পুলিশের জন্য হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন সালমান।

পুলিশ দফতরের সবাইকে স্যানিটাইজার দেয়া হয়েছে। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ধন্যবাদ সালমান খান প্রথম সারির করোনা-যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য।’