প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার ফল, পাশের হার ৮০ শতাংশের বেশি

48

নিউজ ডেস্ক: অবশেষে প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আজ ৩১ মে, রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এই ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

ঘোষিত এসএসসি’র ফলাফলে গড় পাসের হার ৮০ শতাংশের বেশি বলে জানা গেছে। আর রাজশাহী বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা অন্যান্য বোর্ডের তুলনায় অনেক বেশি। এ বোর্ডে এবার পাশের হার ৯০.৩৭% আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন ছাত্র-ছাত্রী।

যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ, ১২ হাজার ৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

ঢাকা বোর্ডে পাশের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ। আর এ বোর্ডে সর্বোচ্চ ৩৬ হাজার ৪৭ জন জিপিএ ফাইভ পেয়েছেন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।