‘শেখ হাসিনা হৃদয় দিয়ে দেশের মানুষকে অনুভব করেন’

23

নিউজ ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে দেশের মানুষকে অনুভব করেন। তাই করোনাভাইরাস পরিস্থিতিতে গত দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে তাদের খাদ্যাভাব দূর করেছেন তিনি। দেশে এখন কোনো অনাহারীর কষ্ট নেই।

শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল উপজেলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর পর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার মতো এমন আপন নেতৃত্ব আর পায়নি। তিনি বাংলাদেশকে পুনরায় বিশ্ব আসনে সমাদৃত করেছেন।

সকালে প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর এবং ২নং ইশানিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর বিরল উপজেলার ৭নং বিজোড়া এবং ১১নং পলাশবাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, আম-লিচু বাগান পরিদর্শন করেন এবং দুর্দশাগ্রস্ত মানুষের খোঁজ-খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার আপনাদের সঙ্গে আছে। তিনি হৃদয় দিয়ে আপনাদের দুঃখ অনুভব করনে। গোটা বাংলাদেশকে অনুভব করেন।

করোনা পরস্থিতিরি কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন, প্রতিটি মসজিদে ইমামদের জন্য অনুদান দিয়েছেন। খেটে খাওয়া, অসহায় দিনমজুরদের মোবাইলের মাধ্যমে অনুদান দিয়েছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা তৈমুর ইসলাম, শাহীনুর ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।