নিউজ ডেস্ক: স্প্যানিশ লিগের সভাপতি জাভের তিবাস জানিয়েছেন আগামী ১১ জুন লা লিগা শুরুর পরিকল্পরয়েছে। আগামী মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর।
সোমবার স্প্যানিশ সংবাদ মাধ্যমকে তেবাস বলেছেন, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাগুলো হবে। লিগ পুনরায় শুরু করার ব্যাপারে আমরা প্রস্তুত এবং শেষ করার দিনটিও গুরুত্বপূর্ণ। ডার্বি বনাম রিয়েল বেটিসের মধ্যকার খেলা দিয়ে লিগ পুনরায় চালু হবে।
শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটির শীর্ষ দুটি বিভাগের জন্য ৮ জুন থেকে পুনরায় শুরু করার অনুমতি দিয়েছেন। লা লিগার খেলোয়াড়রা গত সপ্তাহে ১০টিরও বেশি গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন করেছেন।
মহামারী করোনাভাইরাসের কারণে ১২ মার্চ লা লিগা স্থগিত করা হয়েছিল। রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্ট বেশি তথা ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে বার্সেলোনা।