নিউজ ডেস্ক: বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভেঙেছেন-গড়েছেন লিওনেল মেসি। বেশিরভাগ নিয়েই হয়েছে বিস্তর আলোচনা। তবে কিছু রেকর্ড রয়েছে, যা লোকচক্ষুর বাইরে থেকে গেছে। ছোট ম্যাজিসিয়ানের সে রকমই কয়েক কীর্তি তুলে ধরা হলো-
২১ শতাব্দীতে লা লিগায় বদলি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন মেসি। এর সবটিই বার্সার হয়ে।
শতবর্ষী কোপা আমেরিকায়ও পরিবর্তিত ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোল করেছেন মেসি। এ ক্ষেত্রে অবশ্য জার্সি বদলেছে। এর সবকটি করেছেন জাতীয় দলের পক্ষে।
স্প্যানিশ লিগে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল করেছেন বার্সা অধিনায়কই। মোট ছয়বার এ কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
টিনএজ, ২০ ও ৩০ বছর বয়সে বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার মেসি। আর্জেন্টাইনদের হয়ে এ গৌরব অর্জন করেন তিনি।
বিশ্বকাপ ইতিহাসে সতীর্থদের গোলে সর্বোচ্চ সহায়তাকারী মেসি। বিশ্বমঞ্চে মোট পাঁচবার অ্যাসিস্ট করেছেন তিনি।
গেল চার বছরে বিশ্বের বিভিন্ন ক্লাবের যে কোনো খেলোয়াড়ের চেয়ে ফ্রি-কিকে সবচেয়ে বেশি গোল করেছেন ছোট ম্যাজিসিয়ান।
এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্ট করা ফুটবলার মেসিই।
এ মুহূর্তে লা লিগায় ফেরার চেষ্টা করছে বার্সা। সব কিছু ঠিক থাকলে জুনের মাঝামাঝিতেই ৩২ বছর বয়সী জাদুকরের পায়ের কারিকুরি দেখতে পাওয়া যাবে।
তথ্যসূত্র: স্পোর্টস বাইবেল