শোয়েবের বাউন্সারে ভয়ে চোখ বুজে ফেলেন শচীন: আসিফ

55

নিউজ ডেস্ক: ২০০৬ সালে করাচি টেস্টে পাকিস্তানের শোয়েব আখতারের বাউন্সারের ভয়ে চোখ বুজে ফেলেন শচীন টেন্ডুলকার। এতদিন পর সেই তথ্য জানালেন বিতর্কিত পাক পেসার মোহাম্মদ আসিফ।

সেবার পাকিস্তান সফরে প্রথম দুই টেস্ট ড্র হয়। করাচিতে শেষ টেস্টে হেরে সিরিজ হারে ভারত। আসিফের দাবি, ওই টেস্টেই ঘটে ‘বিস্ময়কর’ ঘটনাটা।

তিনি বলেন, একপর্যায়ে আমরা বল করতে নামি। তখন বিদ্যুৎগতিতে বোলিং শুরু করে শোয়েব। আমি স্কয়ার লেগে আম্পায়ারের কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলাম। ওই সময় দেখেছি, তার তীব্র গতির বাউন্সার খেলতে গিয়ে চোখ বন্ধ করে ফেলেছে শচীন।

তবে আসিফ যা-ই বলুন, ওই টেস্টের কোনো ইনিংসেই ভারতীয় ক্রিকেট ঈশ্বরের উইকেট পাননি শোয়েব।

করাচি টেস্টের শুরুটা দারুণ করে ভারত। প্রথম ওভারে হ্যাটট্রিক করেন সুইং মাস্টার ইরফান পাঠান। কিন্তু সেই ধাক্কা সামলে নেয় পাকিস্তান। কামরান আকমল অসাধারণ লড়াকু সেঞ্চুরি (১১৩) হাঁকান। ফলে প্রথম ইনিংসে ২৪৫ রান তোলেন স্বাগতিকরা।

জবাবে ২৩৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে মারকাটারি ব্যাটিংয়ে ৭ উইকেটে ৫৯৯ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পরে ২৬৫ রানে গুটিয়ে যান সফরকারীরা।

আসিফ বলেন, সেই ম্যাচে আমরা দুর্দান্ত বোলিং করেছি। শুরু থেকেই ভারতীয় টিম ব্যাকফুটে ছিল। আমরা প্রথম ইনিংসে তাদের ২৪০ রানের বেশি তুলতে দিইনি। এরপর বাকি সময় ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে নিই।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস