ভ্রাম্যমান ডিম, দুধ ও মুরগি বিক্রয়কেন্দ্র, কুমিল্লা মডেল: সারাদেশে ১ মাসে ১২০০ কোটির ব্যবসা

46

নিজস্ব প্রতিনিধি: করোনা যদি মানব জাতির বিগত এক শতাব্দীর দায় হয়ে থাকে, তবে সে দায় আমরা এড়াতে পারিনা৷ আর দায়িত্ব এড়াতে পারিনা বলেই হোক সে মহামারি কিংবা কারফিউ, জীবন থেমে থাকেনা, থাকেনি কোনো কালেই৷ মানুষের শরীর গঠন, বৃদ্ধি, ক্ষয় পূরণ ও মেধা বিকাশের একমাত্র উৎস প্রাণিজ আমিষ৷

করোনা লক ডাউনে পচনশীল এই মূল্যবান আমিষ পন্য দুধ,ডিম ও মাংসের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সরকারী ও বেসরকারী পর্যায়ে এগিয়ে এসেছেন অনেকেই৷ খামারী, পাইকারী ও খুচরা বিক্রেতাগণ এবং সরকারী কর্মকর্তা, কর্মচারীদের সহায়তায় বিগত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া ভ্রাম্যমান ডিম, দুধ ও মুরগি বিক্রয়কেন্দ্রগুলো দেখিয়েছে মানুষ চাইলেই সব পারে৷

ভ্রাম্যমান ডিম, দুধ ও মুরগি বিক্রয়কেন্দ্রের কুমিল্লা মডেলটি সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে৷ তারই ধারাবাহিকতায় গত ২৫.০৪.২০২০ থেকে ২৫.০৫.২০২০ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ভ্রাম্যমাণ মার্কেটে দুধ, ডিম, মুরগি বিক্রয় হয়েছে মোট ১১৫৮ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৬০২ টাকা।

সূত্রঃ কন্ট্রোল রুম, প্রাণিসম্পদ অধিদপ্তর।