নিউজ ডেস্ক: ভাল নেই হাওর পাড়ের লীলা বিবি। ঈদের দিনেও পেটের দায়ে ধান কুড়াতে হাওরে বের হন সত্তর বছরের এই বৃদ্ধা।
সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল রাস্তার পাশে বরাম হাওরে তাকে ধান কুড়াতে দেখেন দিরাই থানার ওসি কেএম নজরুল।
ওসি বলেন, ধল বাজারে যাওয়ার পথে রাস্তায় সত্তর বয়সের লীলা বিবির সঙ্গে দেখা। করোনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মানুষের মুখে করোনার নাম শুনেছি, কিন্তু এইটা নাকি দেখা যায় না। যে ঘরে যায় সে ঘরের সবার মৃত্যু ঘটায়, তাই আমিও করোনাকে ভয় পাই।
পরে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার মুখে মাস্ক নেই কেন? তিনি বলেন, আমার শুধু একটা মাস্ক আছে, ময়লা হয়ে গেছে তাই ধুয়ে দিয়েছি। আমি বললাম, তাহলে আপনি বয়স্ক মানুষ ঘর থেকে বের হলেন কেন? তিনি বলেন, আমি গরিব মানুষ বাবা, পেটের দায়ে ধান কুড়াতে বের হয়েছি, পেট তো আর মানে না। আমারে কেউ সাহায্য ও করে না, তাই পথে এসে ধান কুড়াতে হয়। লীলা বিবির কথা শুনে আমার গাড়িতে থাকা কিছু খাদ্যসামগ্রী ও নগদ টাকা তাকে উপহার দিলাম।