রোযাদারদের মাঝে ইফতার বিতরন করেছে স্বপ্নচাকা ফাউন্ডেশন

38

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের ন্যায় ২৯তম দিনেও একাধিক স্থানে রোযাদারদের মাঝে ইফতার বিতরন করেছে স্বপ্নচাকা ফাউন্ডেশন যা আগামীকালও চলবে। বর্তমানে করোনা মহামারি ও রোজা উপলক্ষে স্বপ্নচাকার যে সকল কার্যক্রম পরিচালিত হয়

১। স্বপ্নচাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা রেন্জ এর পুলিশ সদস্যদের ১০০০ কেস (২৪০০০ পিস) বোতল পানি ও ড্রিংকস উপহার হিসেবে দিয়েছে করোনা চলাকালীন তাদের বিশুদ্ধ পানির চাহিদা পুরনের জন্য।

২। প্রতিদিন ইফতারের আগে ঢাকার বিভিন্ন পয়েন্টে গাড়ি দিয়ে দায়িত্বরত ট্রাফিক সদস্য এবং রোযাদারদের মধ্যে পানীয় বিতরন করছে।

৩। করোনা দুর্যোগে খাদ্য সংকটে থাকা পরিবার গুলোকে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান, পোলাও চাল, সেমাই, চিনি ঈদ উপহার হিসেবে প্রদান করছে। ঈদের দিন তাদের মুখে হাসি ফুটুক এটাই চাওয়া।

৪। প্রতিদিন একাধিক স্থানে রোযাদারদের মাঝে ইফতার বিতরন করছে।

৫। স্বপ্নচাকার পক্ষ থেকে বগুড়া, জয়পুরহাট, পাবনা সদর, চাটমোহরে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম চলছে। আপাতত ঈদ পর্যন্ত এ সকল কার্যক্রম চলবে বলে উদ্যোক্তগন সিদ্ধান্ত গ্রহন করে।

ঈদের পরে নতুনভাবে কার্যক্রম শুরু করবে বলে আমাদের জানান। কোকাকোলা কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছে স্বপ্নচাকার পাশে থাকার জন্য। আর ধন্যবাদ জানিয়েছে স্বপ্নচাকার সকল সদস্য এবং ডোনারদের যাদের আর্থিক সহযোগিতায় স্বপ্নচাকাকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করছে। স্বপ্নচাকার সকল স্বেচ্ছাসেবকদের যাদের কারনে স্বপ্নচাকা এই মুহুর্তে একাধিক জেলায় কাজ করতে পারছে বলে ধন্যবাদ জানিয়েছে।