জামালপুর জেলার অপরাধ সভা অনুষ্ঠিত

14

মেহেদী হাসান: জামালপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)। এ সময় পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে করোনায় আক্রান্ত হয়ে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া দুই জন পুলিশ সদস্যের উত্তরাধিকারীগণের হাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার পে-অর্ডার পুলিশ সদস্যদের উত্তরাধিকারীগণের নিকট বিতরণ করছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন।