নিউজ ডেস্ক: লকডাউনে ক্রিকেট প্রায় ভুলতে বসেছেন বিরাট কোহলি। বাড়িতে শরীরচর্চা ছাড়া আর কিছুই করতে পারছেন না তিনি। তবে গৃহবন্দি হয়েও ভক্তদের বিনোদন দেয়ার চেষ্টা করছেন বিশ্বসেরা ব্যাটসম্যান।
স্ত্রী বলিউড সুন্দরী আনুশকা শর্মার সঙ্গে জুটিবেঁধে মজার সব কাণ্ডকারখানা ঘটাচ্ছেন বিরাট। মুহূর্তেই তা সে সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তারা। বুধবার দুপুরেও টুইটারে বিরাটের একটি ভিডিও পোস্ট করেছেন আনুশকা।
তাতে হুবহু ‘ডাইনোসর’-এর কায়দায় হাঁটতে এবং মুখাবয়ব করতে দেখে গেছে ভারতীয় অধিনায়ককে। দৃশ্যমান হয়, কবজি ভাঁজ করে গুঁটি গুঁটি পায়ে হেঁটে ঘরের মধ্যে ঢুকছেন তিনি। আর ঢুকেই মুখে বিকট আওয়াজ করছেন।
ক্যাপশনে আনুশকা লিখেছেন, একটা ডাইনোসর দেখতে পেয়েছি, সে ছাড়া পেয়ে ঘুরছে।
কোহলির কাছে এবারের মতো কখনই সময় পাননি আনুশকা। সুযোগটা পেয়ে দারুণ উপভোগ করছেন তারা। কয়েকদিন আগে স্বামীর চুল কেটে দেন সহধর্মিনী।
এর আগে বাড়ির ছাদে ২২ গজ বানিয়ে দু’জনে ক্রিকেট খেলেন। তা দেখে সেলেব্রেটি দম্পতিকে ‘কাপল গোলস’ বলে আখ্যায়িত করেন সমর্থকরা।