নিউজ ডেস্ক: করোনার বিশেস পরিস্থিতিতে জন্মদিন। তাই বিশষভাবে পালন তো করাই লাগবে। আর এ কারণে একটু অন্যরকমভাবেই এই দিনটা সেলিব্রেট করলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি।
মাস্ক পরে বেলেঘাটা ৩৩ পল্লীতে নিজের পুরনো এলাকায় চেনা মানুষদের মাঝে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই ঠিক করে নিয়েছিলেন জন্মদিনে গরিব মানুষদের পাশে দাঁড়াবেন। সেই ভাবনা থেকেই নিজের পুরনো এলাকাতেই মাস্ক পরে প্রযোজনীয় পণ্য বিতরণ করলেন অভিনেত্রী।
প্রতি বছর নিজের ভক্তদের মাঝেই জন্মদিন পালন করেন। এবার আর তা হয়নি। কৌশানীর সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও। নিজের চেনা এলাকা, পরিবার কে পাশে নিয়ে এই দিনটাকে অন্যভাবে সেলিব্রেট করে যথেষ্ট খুশি অভিনেত্রী। আর পাঁচজনের মতো তিনিও কাজে ফিরতে চান। শুটিং ফ্লোরে যেতে চান। কিন্তু নিয়ম মানতে বদ্ধপরিকর তিনি। তাই তার বার্তা করোনার বিশেষ পরিস্থিতি মেনে চলুন। স্টে হোম স্টে সেফ।