নিউজ ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় সমালোচনা করায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে অপদার্থ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রে আগের দিনগুলোর তুলনায় কমে, একদিনে মারা গেছেন ৮৬৫ জন। নতুন করে আক্রান্ত প্রায় ২০ হাজার। সর্বমোট মারা গেলেন ৯০ হাজার ৯৭৮ জন। এদিকে যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক আসার আগেই প্রাকৃতিকভাবে ধ্বংস হবে করোনাভাইরাস।
নিউইয়র্কের ম্যানহাটনে সামাজিক দূরত্ব ভেঙে সাধারণ মানুষকে দেখা গেছে অবাধে চলাফেরা করতে। কোভিড-নাইনটিনে মৃতের সংখ্যা এ অঙ্গরাজ্যেই সব থেকে বেশি হলেও কারো চোখে মুখেই নেই আতঙ্কের ছাপ।
শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে সর্বাধিক ২৮ হাজার ৩২৫ জনের। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ৬০ হাজার। সবচেয়ে বেশি বাংলাদেশিও মারা গেছেন এখানেই।
এতো মৃত্যুর জন্য ফের দেশটির নেতাদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার কথায় এবার বেজায় চটেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামাকে এক হাত নিতেও ছাড়েননি তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি অনেক কিছুই করেছি আমরা। ভালো কিছুই করেছি। কর্মব্যস্ত একটা সপ্তাহ পার করলাম। একেবারেই বসে নেই আমরা। সাবেক এক অপদার্থ প্রেসিডেন্ট আমাদের সমালোচনা করছেন। তিনি নিজেই একজন অক্ষম ব্যক্তি।
এ অবস্থায় করোনা পরীক্ষা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিকে বিশ্বে যেকোনো একটি ভ্যাকসিন আসার আগেই করোনাভাইরাস প্রাকৃতিকভাবে ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এক চিকিৎসক। আপাতত ভাইরাসের বিস্তার ধীর গতিতে রাখতে পারাই বড় চ্যালেঞ্জ বলে মত দেন তিনি।