অনন্ত জলিল তার ফ্যানদের দশ লক্ষ টাকা দিবেন

30

বিনোদন প্রতিনিধি: ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার ৫০০ জন ফ্যানদের কে ১০ লাখ টাকা দেবেন। আগামী ২০ মে (২৬ রোজায়) নিজের যাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করা হবে বলে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন অনন্ত জলিল।

ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল জানিয়েছেন, আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। আজ (১৬ মে) আমি আমার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিব। আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে ৫০০ জনকে।

বিস্তারিত নিজের ফেসবুক পেজও Ananta- Borsha’s Fan Club যুক্ত হয়ে ১৭ মে বিস্তারিত জেনে নিতে বলেছেন অনন্ত জলিল।