সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রেস্তোরাঁয় অভিনব পন্থা

16

নিউজ ডেস্কঃ প্রায় দেশগুলোই এখন আটকে গেছে লকডাউনের ফাঁদে। দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে লকডাউন শিথিল করা ছাড়া উপায় নেই। হচ্ছেও তাই।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন তুললেও পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে আসতে সময় লাগবে আরও অনেকদিন। করোনার সংক্রমণ এড়াতে এখনকার মতো লকডাউন উঠে যাওয়ার পরও মেনে চলতে হবে অনেক বিধি নিষেধ।

লকডাউনের পর রেস্তোরাঁগুলোতে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে তার একটি অভিনব উপায় বের করেছে যুক্তরাষ্ট্রের এক রেস্তোরাঁ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত খবর অনুযায়ী, ভার্জিনিয়ায় অবস্থিত লিটল ওয়াশিংটন নামের ওই রেস্তোরাঁয় অতিথিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ডামি বসানোর পরিকল্পনা নিয়েছে। রেস্তোরাঁটির মালিক প্যাট্রিক ও কনেল জানান, মে মাসের শেষে তারা তাদের খাবারের দোকানটি খোলার চিন্তা করছেন।

তিনি বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে তারা রেস্তোরাঁয় ব্যতিক্রমী পোশাক পরিহিত কিছু ডামি রাখছেন। তার ভাষায়, এমনভাবে ডামিগুলো সেট করা হয়েছে যাতে অতিথিদের পরস্পরের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় থাকে। এতে রেস্তোরাঁয় অতিথিদের বসার জায়গা অর্ধেক হয়ে যাবে। তারপরও সামাজিক দূরত্ব বজায় রাখতে এ পন্থা ভূমিকা রাখবে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা এখন বৈশ্বিক যুদ্ধের মতোই। তাই ডামিগুলিতে ১৯৪০ দশকের যুদ্ধ পরবর্তী পরিবেশ ফুটিয়ে তুলতে তখনকার পোশাকআশাক ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তার নেকলেস,চে-কার্ড পোশাক, স্ট্রাইপযুক্ত স্যুট ইত্যাদি। এছাড়া নামি এই রেস্তোরাঁকে সাজাতে এর উপযোগী জিনিসপত্রও ব্যবহার করা হয়েছে।