ট্রাম্পের কঠোর সমালোচনায় দ্য ল্যানসেট

10

নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যতম বিখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট বৃহস্পতিবার একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতির নেতৃত্বে নতুন কাউকে দেখার কঠোর দাবি জানিয়েছে এই জার্নাল

লেখকরা লিখেছেন, ‘২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজের রাষ্ট্রপতির দায়িত্বে আমেরিকানদের এমন কাউকে আনতে হবে, যিনি বুঝতে পারবেন যে জনস্বাস্থ্যকে পক্ষপাতমূলক রাজনীতি দ্বারা পরিচালনা করা উচিত নয়।’

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সামর্থ্য কমে যাওয়ার পেছনে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে দায়ী করেছেন দ্য ল্যানসেটের লেখকরা। তারা প্রেসিডেন্টের পদক্ষেপের তীব্র নিন্দাও জানিয়েছে।

জার্নালটিতে লেখা হয়েছে, ‘ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে দেশের জনস্বাস্থ্যের প্রধান সংস্থার (সিডিসি) ভূমিকা হ্রাস পেয়েছে এবং এটি অকার্যকর ও নামমাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছে।’

সিডিসির কর্মীদের ছাঁটাই করার মতো ঘটনায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে দ্য ল্যানসেট। সিডিসির একজন শীর্ষস্থানীয় ডাক্তারকে নিউজ ব্রিফিং থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে তুলে ধরেছে তারা।

মহামারির শুরুর দিকে উচ্চমানের ডায়গনস্টিক পরীক্ষা করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সংস্থাটিকে প্রান্তিককরণ ও লাগাম টেনে ধরার মতো শাস্তি দেওয়ার অভিযোগ এনে তারা লিখেছেন, ‘এটির (আমেরিকা) জন্য একটি কার্যকর জাতীয় জনস্বাস্থ্য সংস্থা দরকার।’