আক্রান্তের সংখ্যায় ১৩ দিনে ১১ ধাপ এগিয়ে ৩০তম বাংলাদেশ

86

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বাংলাদেশের অবস্থান এখন ৩০তম। আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জনে। এ নিয়ে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ৩০তম স্থানে উঠে এলো।

যেখানে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩১ নিয়ে ১ মে অবস্থান ছিল ৪১তম। অর্থাৎ আক্রান্তের দিক থেকে বাংলাদেশ এখন আশঙ্কাজনক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। রিয়েলটাইম করোনা আপডেট ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হালনাগাদ তথ্য অনুযায়ী আজ বাংলাদেশের এ অবস্থান দেখা যাচ্ছে।

ওয়ার্ল্ডোমিটার তাদের এ তালিকা চীন দিয়ে শুরু করলেও আক্রান্তের সংখ্যায় এখন শীর্ষ দশের মধ্যেও নেই এ দেশ। ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ আক্রান্ত নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে যথাক্রমে স্পেন, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, তুরস্ক ও ইরান।

এরপর চীনের অবস্থান।তালিকার তথ্য অনুযায়ী, ৭৮ হাজার ৮১০ আক্রান্ত নিয়ে ভারত এখন চীনের কাছাকাছি। দু’এক দিনের মধ্যেই চীনকে অতিক্রম করবে দেশটি।