বিশ্ব ও এশিয়া একাদশের ম্যাচ নিয়ে তামিম-ডু প্লেসির খুনসুটি

37

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চের ১৮ ও ১৯ তারিখ বিশ্ব একাদশ ও এশিয়ান অলস্টার্সের মধ্যকার ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল ম্যাচগুলো। সেই ম্যাচ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। যেখানে বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল দক্ষিন আফ্রিকার কে।

সে ম্যাচগুলো নিয়ে তামিম ইকবালের সঙ্গে অনলাইন লাইভ আড্ডায় খুনসুটিতে মেতে ওঠেন ডু প্লেসি। তামিম লাইভে ফাফকে সে ম্যাচ নিয়ে বলতে শুরু করেন, ‘আমি তোমাকে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের ম্যাচ নিয়ে বলতে চাই। তুমি তো বিশ্ব একাদশের অধিনায়ক ছিলে। তবে তোমার দল চেয়েও এশিয়া একাদশ বেশি শক্তিশালী ছিল।’

এর প্রতিউত্তরে মজা করে ডু প্লেসি উত্তর দেন, ‘আসলে তোমাদের দল ভালো তো, খেলা হলে তাই তোমরা জিতে যেতে। সেজন্য বোধহয় ম্যাচগুলো বাতিল হয়ে গেছে।’

এশিয়ার দল গঠনে তামিম সরাসরি সহায়তা করেছিলেন। তখনকার একটা মজার ঘটনা শেয়ার করেন ফাফের সঙ্গে, ‘আমি আমাদের দল গঠনে সাহায্য করেছিলাম। সে সময় আমি যখন দেখছিলাম, তোমাদের দলে ভালো বোলার আসছে। আমি বলছিলাম, না না… বিশ্ব একাদশে ওকে দরকার নেই। আসলে আমি এটা নিশ্চিত করতে চেয়েছিলাম, আমার দলেই সব ভালো বলার পড়ুক।’

তামিমকে মজা করে ডু প্লেসি তখন বলেন, ‘আমাদের সাথে চিটিং করো না কিন্তু। তুমি আমাদের বি টিম দিয়ে তোমরা এ টিম বানিয়ে নিচ্ছো!’

তামিম এরপরে ম্যাচগুলো আয়োজনের বিষয়ে বলেন, ‘ম্যাচগুলো সময়মতো হওয়ার কথা ছিল। আসলে বাংলাদেশের দর্শকরাও এটার দিকে তাকিয়ে ছিল। ইনশাল্লাহ করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আমরা খুব শিগগিরই ম্যাচগুলো আয়োজন করতে পারবো।’

এমন ম্যাচ প্রতিবছর আয়োজন করা যেতে পারে জানিয়ে ডু প্লেসি আরও যোগ করেন, ‘আসলে যখন তুমি আমাকে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের ম্যাচের কথা বলছিলো, আমি বলেছিলাম এটাতে তোমরা দারুণ সাড়া পাবে। আসলে সব দেশের জন্য এমন ম্যাচ আয়োজন করা দারুণ কিছু। অনেক বড় বড় নামের তারকারা একসাথে খেলে এসব ম্যাচে। আমার মনে হয় প্রতিবছর একটা অথবা দুইটা এমন ম্যাচ আয়োজন করা যেতে পারে।’