‘সময়ের আগে লকডাউন প্রত্যাহার করলে গুরুতর বিপর্যয়’

16

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসকে মোকাবিলার কার্যকর পদ্ধতি আবিষ্কারের আগেই লকডাউন প্রত্যাহার করে নিলে গুরুতর বিপর্যয় হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি সোমবার দেশটির করোনাভাইরাস টাস্কফোর্সকে এ কথা বলেছেন।

ফাউসি বলেন, ‘এমনকি সবচেয়ে ভালো পরিস্থিতিতেও আপনি প্রশমন থেকে সরে আসলে, আক্রান্তের কিছু ঘটনা দেখতে পাবেন।’

তিনি বলেন, ‘এটা হচ্ছে  সামর্থ্য এবং ওই ঘটনাগুলো মোকাবিলায় আক্রান্তদের ভালোভাবে চিহ্নিতকরণ, আইসোলেশনে রাখা এবং ঠিকানা চিহ্নিতকরণ যোগ্যতার ব্যাপার, যার ওপর নির্ভর করবে আপনি আমেরিকাকে আবারও খুলে দিতে সামনে এগুবেন কিনা।’

ফাউসি বলেন, ‘আমি আগেও বলেছি এবং আবারও আমার উদ্বেগের কথা জানাচ্ছি, যদি কোনো এলাকা, শহর , রাজ্য সময়ের আগেই ওই চেকপয়েন্টগুলো পেরিয়ে যায় এবং কার্যকর ও যথাযথভাবে মোকাবিলা করার সামর্থ্য অর্জনের আগেই সব খুলে দেয় তাহলে প্রাদুর্ভাব বাড়বে এবং এটা মহামারির দিকে মোড় নেবে।’