নিউজ ডেস্ক: গাজীপুরে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু সাব্বির হোসেনকে (৬) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করতেই তারা ওই অপহরণের ঘটনা ঘটান বলে জানা গেছে।
অপহরণের শিকার শিশু সাব্বির গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসন সড়ক এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। র্যাব-১’এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বাসন সড়ক এলাকার নাজমুল হুদা ওরফে শামীম (২৮), তার স্ত্রী সুমা আক্তার (২৫), মালেকের বাড়ি এলাকার নয়ন মিয়া (৩৪) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার শিউলি (২৬)। গ্রেফতার চারজন ও ওই শিশুর পরিবার একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার (১০ মে) সকাল ৯টার দিকে ওই বাড়ির অপর ভাড়াটিয়া নাজমুল হুদা শামীম ও তার বন্ধু নয়ন মিয়া শিশু সাব্বির হোসেনকে বাসা থেকে অপহরণ করে একটি লুকিয়ে রাখেন এবং স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান। শিশুটির পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে রাতে বাসন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
বিষয়টি র্যাবকে জানালে, সোমবার (১১ মে) ভোর ৩টার দিকে র্যাব-১’এর সদস্যরা গাজীপুর ও রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে মুক্তিপণের টাকা লেনদেনের সময় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকার একটি ফ্ল্যাটের পরিত্যাক্ত কক্ষ থেকে সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, অভিযুক্তদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে কোনো উপায়ে বিপুল অর্থ উপার্জন করে গাজীপুর শহরে একটি ফ্ল্যাট কেনার। তাদের স্বপ্ন পূরণ করার জন্য তারা শিশুটিকে অপহরণ করেন।