নিরাপদ মনে না করলে মার্কেট বন্ধ রাখার নির্দেশ

51

নিউজ ডেস্ক: চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে নিরাপদ মনে না করলে সারাদেশের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হেলাল উদ্দিন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ নির্দেশনা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনেই আমরা সীমিত আকারে দোকানপাট খোলার ব্যবস্থা করছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন যারা মার্কেটগুলোতে ক্রেতাসাধারণ আসছে তারা মাস্ক পরে আসছে। আমরা দোকানগুলো এবং মার্কেটগুলো স্যানিটাইজিং করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমি দোকান মালিকদের প্রতি অনুরোধ করবো আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের মাঝে পণ্য বিক্রি করবেন। আর এ কাজে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। আমি সমিতিগুলোকে বলব যদি সেটাও সম্ভব না হয় তাহলে দোকান বন্ধ রাখুন। কারণ আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি, এখানে কোনো খামখেয়ালি করার সুযোগ নেই।