‘ভ্যাক্সিন’ তৈরির পথে একধাপ এগোল ভারত

31

নিউজ ডেস্ক: ভারতেই তৈরি হবে ভ্যাক্সিন। যৌথভাবে সেই ভ্যাক্সিন তৈরি করবে ভারত বায়োটেক। আর সেই পথে একধাপ এগোল ভারত।

আইসিএমআর এর থেকে ভাইরাসের একটি স্ট্রেন প্রয়োজন ছিল ভ্যাক্সিন তৈরির জন্য। আর সেই স্টেন ইতিমধ্যেই ‘ভারত বায়োটেক’ কে পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার এই খবর জানিয়েছে আইসিএমআর। তারা সম্পূর্ণভাবে দেশের মাটিতেই ভ্যাক্সিন তৈরি করতে চায়।

আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে সেই স্ট্রেন আইসোলেট করা হয়েছিল। ভাইরাসের স্ট্রেন এভাবে আইসোলেট করা খুবই দক্ষতার কাজ।

এদিন আইসিএমআর-এর এপিডেমোলজি বিভাগের প্রধান ড. গঙ্গাখেদকার জানিয়েছেন, ১১ টি স্ট্রেন সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যেই একটি তুলে দেওয়া হয়েছে ভারত বায়োটেকের হাতে। সেই সঙ্গে টেকনোলজিও শেয়ার করা হয়েছে।

ইতালীয় গবেষকরা জানাচ্ছেন, ইঁদুরের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানব কোষেও কাজ করেছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট এই টিকা ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। এবার এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা মিলবে। রোম থেকে এই দাবির পর নড়েচড়ে বসেছে দুনিয়া।