ইমরাজ করিম: জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধি। এই রোগে মৃত্যু শতভাগ। বাংলাদেশে সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড় ও আঁচড়ের মাধ্যমে এই রোগ ছড়ায়। গতকাল সন্ধায় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস তার ফেইসবুক পেইজ থেকে সরাসরি এই ভয়াবহ রোগ সম্পর্কে তার ধারণা ভক্তদের সাথে বিনিময় করেন।
তিনি ফেইসবুকে লাইভে জনগণের জন্য তার ভালবাসা প্রকাশ করেন এবং তিনি যখন নতুন জানেন তখন তা সবার সাথে শেয়ার করেন। তিনি ভক্তদের সাথে ভয়াবহ রোগ জলাতঙ্ক সম্পর্কে তথ্য বিনিময় করেন।
তিনি বলেন, কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানর এসকল প্রাণীর কামড় বা আঁচড়ের সাথে সাথে ১৫ মিনিট ক্ষারযুক্ত সাবান দিয়ে আক্রান্ত স্থান ধৌত করে দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আধুনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহন করলে এই মরণব্যাধি থেকে শতভাগ মুক্ত থাকা সম্ভব।
তিনি ফেইসবুক লাইভে তার বক্তব্য তুলে ধরে বলেন, ‘আমাদের দেশে ৯৫ থেকে ৯৯ ভাগ ক্ষেত্রে কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। তাই রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর জলাতঙ্ক নির্মূলে দেশজুড়ে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় ১৪ থেকে ২০ মে ২০১৯ পর্যন্ত সাতদিন ব্যাপি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল স্থানের বেওয়ারিশ এবং পোষা কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া হবে। কুকুরকে টিকাদান কর্মসূচি চলাকালিন সময় টিকাদানকারী টিমকে সার্বিক সহায়তা করুন।’
এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত প্রায় ১২ লাখ আটত্রিশ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। ১৪ মে হতে ২০ মে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ব্যাপকহারে কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস এ কার্যক্রমকে সফল করতে সকলকে সহায়তা করার জন্য অনুরোধ করেছেন।