বায়োস্কপ ডেস্ক: ভূতের ছবি বড় পর্দায় দেখতে গিয়ে অনেকেই ভয় পান। ভয়ের কারণে আবার অনেকে কেঁদেও ফেলেন। কিন্তু তাই বলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখতে গিয়ে কান্না? শুধু তাই নয়, দর্শকের এমন অবস্থা যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে চীনে। ২১ বছরের ওই নারী দর্শক নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই চলছিলেন। শেষ পর্যন্ত তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কাঁদতে কাঁদতে তার হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। অনেকটা জ্ঞান হারানোর মতো পরিস্থিতি হয়ে যায় তার।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, বিশ্বজুড়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নিয়ে হইহই পড়ে গিয়েছে। ছবির মুক্তির পর থেকে সিনেমা হলে টিকিট পেতে রীতিমতো নাজেহাল দর্শকেরা। এক কথায় সব রেকর্ড ভেঙে ফেলেছে হলিউডের এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও শেষ ছবি।
ছবি মুক্তির সময় থেকেই মার্ভেল ফ্র্যানঞ্চাইজির নির্মাতারা বার বার দর্শকের কাছে আবেদন করেছিলেন ছবির শেষে কী হবে তা না জানাতে। কিন্তু ছবির শেষ অংশ জানতে পেরেছেন অনেকেই। তাই ছবি দেখতে গিয়ে অনেকেই নিজের আবেগকে ধরে রাখতে পারছেন না।
আরো পরুন: বাস্তবতায় ঠাসা জীবনের গল্প ‘আলফা’