খেলার মাঠে ডেস্ক: এর আগে বাংলাদেশ পাঁচবার বিশ্বকাপ খেলেছে। তবে প্রতিবারই তাদের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে ছিল বড় দলগুলো। এবার বাংলাদেশও যাচ্ছে এক ঝাঁক অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে। যেটিকে বড় শক্তি মনে করছেন দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
এবারের বিশ্বকাপে ফেবারিট কারা? বেশিরভাগই বলছেন, ভারত আর ইংল্যান্ডের নাম। বাংলাদেশ হয়তো এই দলগুলোর মতো ওত শক্তিশালী নয়। তবে অভিজ্ঞতার দিক থেকে বড় দলগুলোর চেয়ে এগিয়ে থেকেই বিশ্বকাপ শুরু করবে টাইগাররা, মনে করেন সাইফউদ্দিন।
বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে অভিজ্ঞতার এই দিকটি টেনে এনেছেন এই অলরাউন্ডার। তার ভাষায়, ‘যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, আমাদের দল হয়তো ইংল্যান্ড আর ভারতের মতো নয়। তবে আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আমাদের পাঁচজন খেলোয়াড়ের প্রায় ২০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এদিক থেকে আমি মনে করি, আমাদের দল অন্যদের থেকে অনেক এগিয়ে। পাশাপাশি আমরা যারা তরুণ আছি, সৌম্য ভাই গত বিশ্বকাপে খেলেছেন। সবমিলিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। যদি সবাই সবার জায়গা থেকে ভালো খেলতে পারে, যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি আমরা।’
এ তো গেল দলগত লক্ষ্য। বিশ্বকাপে সাইফউদ্দিনের ব্যক্তিগত লক্ষ্য কি থাকবে? এই অলরাউন্ডার মনে মনে একটা লক্ষ্য ঠিকই ঠিক করে রেখেছেন। তবে সেটা সবার সামনে প্রকাশ করতে চাইছেন না।
সাইফউদ্দিন বলেন, ‘যেহেতু আমি লোয়ারঅর্ডারে ব্যাটিং করব, অবশ্যই আমার জন্য ভালো সুযোগ আসবে ম্যাচ-উইনিং পারফরম্যান্স করার। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই আছে। তবে তা বলতে চাই না। দিন শেষে মিলিয়ে দেখব নিজের লক্ষ্যপূরণে কতটা সফল হয়েছি। ক্রিকেট যেহেতু দলীয় খেলা, অবশ্যই দলের জন্য খেলার চেষ্টা করব। দলকে জেতাতে যতটুকু অবদান রাখা দরকার, সবটাই দেয়ার চেষ্টা করব।’
বিশ্বকাপকে সামনে রেখে ২৮-২৯ এপ্রিল পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। ৩০ এপ্রিল বিশ্রাম নিয়ে ১ মে আয়ারল্যান্ডের পথে পা বাড়াবে টিম বাংলাদেশ।