বাদাঘাট ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং অফিস উদ্বোধন ও আলোচনা সভা

44

দেশজুড়ে ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং অফিস উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ১১টার বাদাঘাট ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তাহিরপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার বাবুল আক্তার,উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মাসুক মিয়া,বাদাঘাট ইউনিয়ন বিট পুলিশিং এর কর্মকর্তা এস আই আমির উদ্দিন ও সহকারী কর্মকর্তা এ এস আই মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় মতবিনিময় সভায় বক্তারা বাদাঘাট ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি,মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং,জঙ্গি দমন,শিলং তীর খেলাসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও আইনশৃংখলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে বাদাঘাট ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বাদাঘাট ইউনিয়ন বিট পুলিশিং এর কার্যালয় উদ্ভোধন করা হয়।